এবার করোনার কোপ পড়েছে মকর সংক্রান্তিতে। গঙ্গাসাগরে পুন্যস্নানের ভিড় কমছে ক্রমশই। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।জমায়েত এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শর্তসাপেক্ষ নিয়মে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ই-স্নানের উপরেই মূলত জোর দিচ্ছে হাই কোর্ট। যে সমস্ত পুণ্যার্থী গঙ্গাসাগরে উপস্থিত থেকে ই-স্নান করবেন তাঁদের বিনামূল্যে কিট প্রদানের কথাও বলা হয়েছে। সেসব কথা মাথায় রেখেই গঙ্গাসাগরে লোক সংখ্যা যথেষ্ট কম। নজরদারি রাখার জন্য ১১০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সাগরজুড়ে কড়া নজরদারি চালাতে মেলা প্রাঙ্গনে বসানো হয়েছে মেগা কন্ট্রোল রুম।