আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সকাল ১১টা নাগাদ তিনি বাজেট বক্তৃতা শুরু করতে পারেন বলে জানা গিয়েছে। অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ৮ মার্চ, চলবে ৮ এপ্রিল পর্যন্ত। বিরতির সময়টা বিভিন্ন মন্ত্রকের বরাদ্দ স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে। অধিবেশনের শুরুতে উভয় কক্ষে ২৯ জানুয়ারি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেদিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সকাল ১১টা নাগাদ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।