স্কুল কবে খুলবে, তা রাজ্য সরকারের উপরেই ছাড়ল সিআইএসসিই। আইসিএসই স্কুলগুলির সর্বভারতীয় নিয়ামক সংস্থার মুখ্য কার্যনির্বাহী এবং সচিব জেরি আরাথুন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন। ২০২১ সালে ছাত্ররা দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষায় বসবে, এমন স্কুলগুলির অধ্যক্ষদের প্রতি তাঁর বার্তা, এবার ধীরে ধীরে স্কুল খুলতে পারেন। তবে, অবশ্যই যদি রাজ্য সরকারের অনুমতি থাকে। সেটা মিললে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে পড়ুয়াদের আনতে হবে। প্রজেক্ট জমা নেওয়া এবং সিলেবাসের অংশবিশেষ নিয়ে ধন্দ কাটানোর জন্য ক্লাসও করাতে হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, সংক্ষেপিত সিলেবাসের উপর কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে, তার রূপরেখাও জানুয়ারিতেই দিয়ে দেবেন তাঁরা।