বালাকোটে হামলা চালানো হবে, তা জানলেন কী করে অর্ণব? দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ওই সাংবাদিক। রিপাবলকি টিভির প্রধান সম্পাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল শিবসেনা। অর্ণব গোস্বামী এবং বার্কের প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তাতে দেখা গেছে, বালাকোট হামলার তিন আগেই পার্থকে অর্ণব জানিয়েছিলেন, ‘বড় কিছু ঘটতে চলছে...।’ আসরে নেমে শিবসেনা মুখপত্র সঞ্জয় রাউত বলেন, ‘এই ধরনের ঘটনা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেনাবাহিনীর এই ধরনের গোপন তথ্য অনেক সময়ে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারাও জানতে পারেন না। যদি কোনও সেনার হাতেও এই ধরনের নথি বা তথ্য পাওয়া যায়, তাঁকেও কোর্ট–মার্শাল করা হয়। বালাকোটে হামলা হতে চলেছে, অর্ণব জানতেন। তার মানে, গোপন তথ্য চালাচালি হয়েছে। এ বিষয়ে কী বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী? দেশের প্রতিরক্ষার বিষয়টি নিয়ে এখন উদ্বেগ তৈরি হচ্ছে। আমরা জিজ্ঞেস করতে চাই, তাঁকে (অর্ণব) কি কোর্ট–মার্শাল করা হবে?’