মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকের জবাবে তৃণমূল সুপ্রিমো গড় থেকেই ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর। সকালে নন্দীগ্রামের সভামঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো| তাঁর জবাবে দাপটের সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘোষণা, আজকের তারিখ সময় দেখে লিখে রাখুন। হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে না হারাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেব। এদিন নন্দীগ্রামে জনসভা থেকেই আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে দিলেন মমতা নিজেই। নাম না করে কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। | ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই মমতার খাসতালুক থেকে শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল সুপ্রিমো| সরাসরি নাম করে তৃণমূল নেত্রীকে কটাক্ষ, ‘নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন? সে দাঁড়াতেই পারেন | আপনার দলে কোনও শৃঙ্খলা নেই | যে যা খুশি সিদ্ধান্ত জানাতে পারেন | আপনি আপনার ভাইপো যা খুশি ঘোষণা করতে পারেন |কিন্তু বিজেপি পার্টিটা শৃঙ্খলিত | এখানে যে কেউ কে দাঁড়াবেন ঘোষণা করতে পারে না | ওটা আপনার প্রাইভেট লিমিটেডে হয় | কথা দিচ্ছি পদ্মফুল হাতে নিয়ে পার্টি আমাকে দাঁড়াতে দিক বা অন্য কেউ নন্দীগ্রাম থেকে দাঁড়ান, হাফ লাখ ভোটে মাননীয়াকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব |’