বিদেশ

রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভির অনুমোদন খারিজ, তথ্য চেয়ে পাঠালো ব্রাজিল

এবার ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (‌অনভিসা)‌ রাশিয়র করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভিকে দেশে জরুরি ব্যবহারের অনুমোদনের আবেদন খারিজ করে দিল। যদিও ব্রাজিল নিয়ন্ত্রক সংস্থা চিনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। স্পুটনিক-ভির বিষয়ে বলতে গিয়ে টিএএসএস জানিয়েছে যে এই অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারেনি। অনিভসার উদ্ধৃতি দিয়ে টিএএসএস বলেছে, ‘অনুরোধটি ওষুধ নির্মাতা কোম্পানি উনাইও কুইমিকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ এটি ক্লিনিকাল ট্রায়ালগুলির তৃতীয় ধাপের অনুমতির অভাবে, পাশাপাশি উন্নত উত্‍পাদন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে ইস্যুর ক্ষেত্রে এবং বিশেষত সর্বনিম্ন মানদণ্ডগুলি মেনে চলে না।’‌ রাশিয়ার সরাসরি বিনিয়োগ তহবিল উনাইও কুইমিকা অনভিসার সঙ্গে যোগাযোগ করে গত বছরের ডিসেম্বরে এবং ব্রাজিলে স্পুটনিক-ভি-এর তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল করানোর জন্য অনুমতি চায়। অনিভসা জানায় যে ‌এই জাতীয় প্রয়োগগুলির পর্যালোচনা করার পূর্ববর্তী অভিজ্ঞতার কথা বিবেচনা করে, সিদ্ধান্তটি ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা যেতে পারে। তবে পরে সংস্থাটি ভ্যাকসিন সম্পর্কিত অতিরিক্ত তথ্য চেয়েছিল।