ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। পাথর বোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ল দু’টি ছোট গাড়ি। সূত্রের খবর, ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন গাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া থেকে রাতেই তিনি ফোনে উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন। জখমদের চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তিনি। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি-জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথর বোঝাই ডাম্পারটি একটি ছোট অল্টো এবং মারুতি গাড়ির উপরে উল্টে পড়ে। দু’টি গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এঁরা ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকার বাসিন্দা এবং বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মাঝেমধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মিতালি রায় বলেন, বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই ঘটেছে ঘটনাটি। জলঢাকা সেতুর কাছে দু’টি গাড়ির উপর পড়ে যায় লরিটি। এখনও পর্যন্ত ১৪টি দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ধূপগুড়ি হাসপাতালে আনা হয়েছে।