আজ রাজ্যে এল আরো ৭ লক্ষ কোভিশিল্ড। দুপুর পৌনে ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যায় ভ্যাকসিন বোঝাই কন্টেনার। তার আগে মৌলালি থেকে রাজ্য স্বাস্থ্য পরিবহণ দফতরের দুটি ইনস্যুলেটেড ভ্যান পুলিশি প্রহরা নিয়ে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে কোভিশিল্ড নিয়ে গাড়ি পৌঁছে যায় বাগবাজারে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল স্টোরে। এরপর প্রয়োজনীয়তা খতিয়ে দেখে শুরু হবে বণ্টন প্রক্রিয়া। সূত্রের খবর, পুণের সিরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় দফায় রাজ্যে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের ৬ লক্ষ ৯৯ হাজার ডোজ। প্রথম দফায় ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এসেছিল। করোনার বিরুদ্ধে যুদ্ধে মানবতার অস্ত্র ভ্যাকসিন! নিয়ম অনুযায়ী প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের।