বুধবারের দশম রাউন্ডের বৈঠকে দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিল কেন্দ্র। রাজি হননি কৃষকরা। তাঁরা যে আইন বাতিলই চান, তা পরিষ্কার জানানো হয়েছে। তবে কৃষক সংগঠনগুলি এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপরই অবস্থান জানানো সম্ভব, বৈঠকে কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন কৃষকদের প্রতিনিধিরা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক কৃষক নেতা বলেন, ‘সরকার জানিয়েছে, আগামী দেড় বছরের জন্য তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখতে প্রস্তুত তারা। কৃষকদের তরফ পরিষ্কার জানানো হয়েছে, স্থগিত রাখার প্রয়োজন নেই। তিনটি আইনের প্রত্যাহারই চান কৃষকরা।’ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, ‘কেন্দ্রের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দেখছেন কৃষকরা। হয়ত এক-দুদিনের মধ্যেই তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আগামী ২২ জানুয়ারি কৃষকদের কাছ থেকে উত্তর পাওয়া যেতে পারে। আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। আমরা আশাবাদী, জলদিই কিছু একটা রাস্তা বেরবে।’