কলকাতা

আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে চলবে কম মেট্রো

সারাদিনে ১১৮ টি মেট্রো চলবে

আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কম মেট্রো চলবে। কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত সারাদিনে ১১৮টি ট্রেন চলবে। বর্তমানে অন্যান্য দিনে ২৪০টি রেক ছোটে নর্থ-সাউথ করিডোরে। ২৬ জানুয়ারি জাতীয় ছুটির দিন কম যাত্রী হবে, এই সম্ভাবনায় ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু রেক কম চালানোই নয়, দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও সাধারণতন্ত্র দিবসের দিন কমছে। বর্তমানে ৭ মিনিট অন্তর মেট্রো ছুটছে উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। ২৬ জানুয়ারি সময়ের ব্যবধান বেড়ে হতে চলেছে ১৫ মিনিট। যদিও পরিষেবা চালু এবং শেষের সময় অপরিবর্তিত থাকছে। অন্যান্য দিনের মতো জাতীয় ছুটির দিনে দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৭টায় প্রথম ট্রেন ছাড়বে। দুই প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়।