সীমান্তবর্তী এলাকায় বিএসএফ গ্রামে গ্রামে ভয় দেখাচ্ছে এবং একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে আভিযোগ তৃণমূলের
আজ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ একদিকে যেমন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তেমন রাজনৈতিক দলগুলির বক্তব্য আলাদা আলাদা করে শোনারও সূচি রয়েছে। সেই মতো বৃহস্পতিবার তৃণমূল, বিজেপি ও সিপিএমের প্রতিনিধি দল দেখা করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। বাম-বিজেপি যেমন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানাল তেমন তৃণমূলের তরফে অভিযোগ করা হল, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ গ্রামে গ্রামে ভয় দেখাচ্ছে। একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে বলে শাশাচ্ছে। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কমিশনে যান প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। বেরিয়ে এসে সাংবাদিকদের পার্থবাবু বলেন, ‘আমরা কমিশনকে জানিয়েছি, সীমান্তবর্তী এলাকায় গ্রামে গ্রামে বিএসএফ গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাঁরা বলেছেন বিষয়টি দেখবেন।’