ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা সম্ভব হলেও, ওই অগ্নিকাণ্ড প্রাণ কেড়েছে ৫ জন কর্মীর। পাশাপাশি ভয়াবহ এই দুর্ঘটনায় ৫ কর্মীর মৃত্যুতে তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত সিরাম ইনস্টিটিউটের এক নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় লাগে আগুন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে করোনা ভ্যাকসিনে কোনওরকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা যায় অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যেই তত্পর হয়ে ওঠে দমকল বিভাগ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় পাঁচ জনের। এই ঘটনার পরই মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সংস্থার কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করে টুইট করতে ভোলেননি সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা।