এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী ৷ কেশপুরের সভায় তিনি বলেন, “বুদ্ধবাবু একজন সৎ ও ভালো মানুষ ।” গত কয়েক দিনে তৃণমূল আমলের সঙ্গে তুলনা করে বাম আমলের প্রশংসা শোনা গিয়েছে শুভেন্দুর কণ্ঠে ৷ বৃহস্পতিবারও তিনি বলেন, “শিল্পের জন্য বামেদের দিয়ে যাওয়া জায়গা বেচে খেয়ে বিদেশে টাকা পাঠিয়েছে তৃণমূল ৷ বামফ্রন্ট নন্দীগ্রাম, ছোটো আঙারিয়া, নেতাই সহ বহু খারাপ কাজ করেছে ৷ তবে একইসঙ্গে বামফ্রন্ট আটাত্তর সালে পঞ্চায়েত ব্যবস্থা চালু করেছিল । এছাড়াও শিল্পায়নে উদ্যোগী ভূমিকা নিয়েছিল ৷ এসএসসি ও প্রাইমারি স্কুলের চাকরির ব্যবস্থা করেছিল ।” তিনি বলেন, ‘একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বুদ্ধবাবুর আনা শিল্পকে তাড়াতে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তার মধ্যে শুভেন্দু অন্যতম। সেই শুভেন্দুর গলায় এখন বুদ্ধবাবুর প্রশংসা।’