জেলা

উপরে সাদা জামা আর ভেতরে গেরুয়া পড়ে দুর্নীতি মুক্ত হওয়া যায় না, নয়া দল ঘোষণার পরেই আব্বাসকে তোপ ত্বহা সিদ্দিকীর

আগের ঘোষণা মতো নিজের দলের নাম ঘোষণা করেছেন আজ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি তাঁর নতুন দলের নাম দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পাশাপাশি তিনি জানিয়েছেন ভবিষ্যতে ব্রিগেডের সভা করার পরিকল্পনা রয়েছে তার। তিনি তাঁর নিজের ভাইকে দলের চেয়ারম্যান করেছেন। এই প্রসঙ্গে ফুরফুরা শরীফে‌ আজ কালো দিন বলে আখ্যা করলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন ফুরফুরার পীর সাহেবের কাছে এটা একটা লজ্জার দিন। ফুরফুরা শরীফ পীরজাদা দের বংশের কোন ছেলে এই পথে হাঁটেনি। আজ কালো দিন। প্রসঙ্গত আজ কলকাতায় আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আর এক পীরজাদা ত্বহা সিদ্দিকী। তাঁর চ্যালেঞ্জ যতই দল ঘোষণা করুক এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তিনি বলেন ৩৪ বছরে বামপন্থীরা যা করতে পারেনি ১০ বছরে তৃণমূল সরকার তা করেছে।পাশাপাশি তিনি অবশ্য বলেন চাকরির ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য কিছু করা উচিত রাজ্য সরকারের।তাঁর দাবি এই বাংলায় যদি ১০০ জন পীরজাদা ও মহারাজ দের ও নামানো হয় তাহলেও বাংলায় সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবেনা।বাংলায় কোটি কোটি টাকা খরচা করে মুসলিমদের ভোট ভাগাভাগি করার জন্য পীরজাদা দের নামানো হচ্ছে। এবং সেই টাকা বিজেপি দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি আব্বাস সিদ্দিকী কে এক হাত নিয়ে তিনি বলেন আব্বাস সিদ্দিকী নিজেই দুর্নীতির সাথে যুক্ত। উনি কি দুর্নীতি মুক্ত করবেন। উপরে সাদা জামা এবং ভেতরে গেরুয়া পড়ে দুর্নীতি মুক্ত হওয়া যায় না বলে তীব্র কটাক্ষ করেন তিনি।