ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫জনের। শিবমোগার জেলাশাসক কেবি শিবাকুমার জানিয়েছেন, হুনাসোদু গ্রামের কাছে রেলের পাথর কাটার জায়গায় ডিনামাইট বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গরকাল, বৃহস্পতিবার রাতে কর্ণাটকের শিবমোগা জেলায় জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ১৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। জেলার পরিধি ছড়িয়ে পার্শ্ববর্তী চিকমাগালুরু ও দাবানগরে জেলাতেও কম্পন অনুভূত হয়। এমনকী এই বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির জানলার কাচও ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে খবর। ফাটল দেখা যায় রাস্তা এবং কয়েকটি বাড়িতেও। প্রথমে কম্পন অনুভূত হওয়ায় অনেকেই ভেবেছিলেন, ভূমিকম্প হয়েছে। তা নিয়ে ভূতত্ত্ববিদদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা জানান, রাজ্যের কোথাও ভূমিকম্পের কোনও খবর নেই। এরপর পুলিসের পক্ষ থেকে শিবমোগার এই বিস্ফোরণের কথা জানানো হয়। জানা গিয়েছে, লরিতে করে জিলাটিন নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।