কলকাতা

তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা নিউটন মজুমদার

‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে চোরের বাংলা গড়বে’

আজ তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা নিউটন মজুমদার। তিনি ২০১৬ সালে কালনা বিধানসভায় বিজেপি-র প্রার্থী ছিলেন। আগেই জানিয়েছিলেন দল ছাড়ছেন তিনি। এদিন তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে নাম লেখান তিনিও। নিউটনের বক্তব্য, দলে অনিয়ম ও দুর্নীতির জন্যই ক্ষোভে দল ছাড়ছেন তিনি। বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী, অথচ এই পাঁচ বছরে আমাকে কোনও পদ দেওয়া হয়নি। কোনও মিটিং, মিছিলে আমাকে ডাকা হতো না। টাকার বিনিময়ে অযোগ্য মানুষদের দলের পদ দেওয়া হয়েছে।’ তাঁর আরও অভিযোগ, ‘আমাকে ব্রাত্য করে রেখে দেওয়া হয়েছিল কারণ, আমি দুর্নীতিপরায়ণ নই। বিজেপি বলছে, সোনার বাংলা গড়বে। কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় এলে চোরের বাংলা গড়বে ক্রিমিনাল, মাফিয়া, টেট কেলেঙ্কারির নায়করা বিজেপির মুখ হয়েছে। মানুষ কেন বিজেপিকে আনবে? এই দলে থাকার মতো মানসিকতা আর ছিল না। তাই দল ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’