শুক্রবার সকালে বাগদা বিধানসভার গাড়াপোতার বর্ণপরিচয় অডিটোরিয়ামে আয়োজিত ওই সভায় ছিলেন রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ সৌগত রায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই সভায় মতুয়াদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মতুয়াদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা আমরাই পাচ্ছি।’ রাজনৈতিক মহলের দাবি, মতুয়া ভোটকে টাগের্ট করেই ৩০ জানুয়ারি বঙ্গ সফরে এসে ঠাকুরনগরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে নিজেদের মাটি শক্ত করেই মতুয়াগড়ে সভা করল তৃণমূল। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভুল করলেন রাজীব।’ একই সুর সৌগত রায়ের গলায়। তিনি বলেন, ‘কোনও ক্ষোভ থাকলে সরাসরি নেত্রীকে জানাতে পারতেন। এভাবে মন্ত্রিত্ব ত্যাগ বা ফেসবুক পোস্টের কোনও মানে নেই।’