দেশ

গুরুগ্রামের করোনার ভ্যাকসিন নেওয়ার ৬ দিন পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু! দায়ের হল এফআইআর

হরিয়ানার গুরুগ্রামের করোনার ভ্যাকসিন নেওয়ার ৬ দিন পর মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর! স্বাভাবিকভাবেই এই মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে। ভাংরাউলার পিএইচসি সেন্তারে কর্মরত ছিলেন রাজবন্তী নামের এক স্বাস্থ্যকর্মী, বয়স ৫৫। গত ১৬ জানুয়ারি ভ্যাকসিন নেন তিনি। করোনা ভ্যাকসিন নেওয়ার ৬ দিন পরে নিজের বাড়িতেই মৃত্যু হয় ওই স্বাস্থ্যকর্মীর। রাজবন্তীর পরিবার জানিয়েছে, তাঁকে সকালে ডাকা হলে তিনি ঘুম থেকে ওঠেননি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও করোনা ভ্যাকসিন নেওয়ার পর তাঁর শরীরে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। আপাতত রাজবন্তীর পরিবার করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। গুরুগ্রামের নিউ কলোনি থানায় একটি এফআইআর করেছেন রাজবন্তীর ছেলে। গুরিগ্রামের চিফ মেডিক্যাল অফিসার বলেন, পোস্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত রাজবন্তীর মৃত্যুতে ভ্যাকসিনকে দায়ী করা উচিত্‍ হবে না।