আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে শ্যামবাজার থেকে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সাইরেন শাঁখ বাজিয়ে নেতাজির জন্মমুহূর্তকে স্মরণ করা হয়। তার পর শুরু হয় মিছিল। মিছিলে যোগ দেওয়ার আগে নেতাজি ভবনে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। শনিবার কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ”ভোটের আগে এক বার নয়, চিরকাল নেতাজির পরিবারের সঙ্গে থাকি। দয়া ভিক্ষার উপর নির্ভর করেন না নেতাজি।” পরিকল্পনা কমিশন তোলা নিয়েও এ দিন কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা।তার আগে নেতাজি ভবনের অনুষ্ঠানে যোগ দেন মমতা। লালবাজার সূত্রের খবর, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সওয়া ১২টা নাগাদ ওই শোভাযাত্রা শুরু হবে। ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যাবে ওই মিছিল। পুলিশ জানিয়েছে, ওই মিছিলে অংশগ্রহণকারীরা আগেই শ্যামবাজারে এসে জমায়েত করবেন। ফলে সেই সব রাস্তাও যানজটের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। শোভাযাত্রা চলাকালীন ওই রাস্তায় সাময়িক ভাবে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলেও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।