কলকাতা

সরকারি মঞ্চে সরকারি খরচে বিজেপির লোক ভরিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করা হল, এটা অত্যন্ত কুরুচিকরঃ মহম্মদ সেলিম

মহম্মদ সেলিম বলেন, “সরকারি মঞ্চে সরকারি খরচে বিজেপির লোক ভরিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করা হল। যতই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মতের বিরোধিতা থাকুক না কেন, এটা অত্যন্ত কুরুচিকর হল।” এরপরই কটাক্ষের সুরে তৃণমূল নেত্রীকে তাঁর পরামর্শ, “আজ থেকে তিনি অন্তত এটুকু শপথ নিন যে উনি নিজেও সরকারের অনুষ্ঠানে দলের লোক ভরাবেন না।” উল্লেখ্য, দর্শকাসন থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠলেও, এদিন নিজের ভাষণ শেষে প্রধানমন্ত্রী মোদীর মুখে কিন্তু শোনা গিয়েছে ‘জয় হিন্দ’ ধ্বনি-ই। যে প্রসঙ্গে মহম্মদ সেলিমের সাফ প্রশ্ন, “এটা আজ কী হল? প্রধানমন্ত্রী নিজে জয় হিন্দ বললেন! আর দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান উঠল কেন?” যদিও বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, “ভারতে জয় শ্রী রাম ধ্বনি উঠবে না তো কি পাকিস্তানে উঠবে?”