দেশ

দেশের সব জায়গা থেকেই এবার দেওয়া যাবে ভোট, রিমোর্ট ভোটিং চালুর ঘোষণা কমিশনের

নিজের ভোট দানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে আসা নির্দিষ্ট কেন্দ্রে। নয়তো ভোট বাতিল, ভোট নষ্ট। তাই এই দিন হাজার হাজার মানুষ চেষ্টা করেন নানা জটিলতা সত্ত্বেও নিজের স্থানে এসে ভোটাধিকার গ্রহণ করার। কিন্তু অনেকে আবার এমনও থেকে যান, যাঁরা দুরত্বের কারণ বশতই হোক বা অন্যান্য সমস্যার কারণে ইচ্ছে থাকলেও নিজের ভোট দান করে উঠতে পারেন না। ভোটাধিকার সকলের রয়েছে, জাতীয় ভোটার দিবসে তাই মানুষের সেই অধিকার যাতে আর খর্ব না নয়, সেই দিকে লক্ষ্য রেখেই নয়া ঘোষণা করল কমিশন। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হল এবার চালু করা হবে রিমোর্ট ভোটিং। দেশের যে কোনও প্রান্তে বসেই এবার ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি দিতে পারবেন নিজের নির্দিষ্ট ভোট। এর জন্য কাজে লাগানো হবে রিমোর্ট ভোটিং সিস্টেমকে। উন্নত প্রযুক্তি ব্যবস্থাকে হাতিয়ার করেই এবার সাধারণের ভোট দেওয়ার অধিকারকে প্রসারিত করা হচ্ছে।