কয়েকমাস পর অবশেষে সর্ব সাধারণের জন্য খুলছে বেলুড় মঠ। প্রেস বিবৃতি জারি করে সাংবাদিক সম্মেলনে জানালেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই মঠের দরজা সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।বেলুড় মঠ আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে খুলছে। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজকে প্রণাম এখন আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী সময়ে বিচার-বিবেচনা করে সেগুলো ধীরে ধীরে চালু করা হবে।মঠের দরজা সর্ব সাধারণেক জন্য খুললেনও, করোনা বিধি মেনেই ভক্ত এবং সাধারণকে ঢুকতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবেষ। স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।