দেশ

প্রজাতন্ত্র দিবস দিল্লির রাজপথে কুচকাওয়াজ

এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গেরুয়া রঙের গুজরাতী পাগড়িতে ধরা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই নয়া লুক নিঃসন্দেহে এদিন নজর কেড়েছে। এদিন সকালে ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জানিয়ে পরম্পরা মেনে দিল্লির রাজপথে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে জমায়েতের সংখ্যা কমানো হয়েছে। গত বছর দর্শক সংখ্যা দেড় লাখ থাকলেও, এবছর তা ২৫ হাজার হয়েছে। মার্চ পাস্টে অংশগ্রহণকারীদের সংখ্যাও কমানো হয়েছে এদিন। দেশের ১৭ টি প্রান্ত থেকে এদিন ৩২ টি ট্যাবলো দিল্লির রাজপথে অংশ নিয়েছে। এদিকে, রেজ রোডে বাংলার ট্যাবলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীকে। তবে দিল্লির রাজপথে বাংলার ট্যাবলোর মুখ ছিল সবুজ সাথী প্রকল্প। অন্যদিকে,দেশের বিভিন্ন প্রান্তের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এসেছে ৩২ টি ট্যাবলো। তারমদ্যে ৯ টি মন্ত্রকের ট্যাবলো রয়েছে। ছয়টি ট্যাবলো রয়েছে ভারতীয় সেনার।