কলকাতা

রিজেন্ট পার্কে নাবালিকার শ্লীলতাহানির, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

ফের নাবালিকার শ্লীলতাহানির ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার বছর নয়েকের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এর জেরে তুলকালাম পরিস্থিতি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়ায়। জানা গিয়েছে, গতকাল চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা সন্ধ্যায় পাড়ার মাঠে ভলিবল খেলা দেখতে গিয়েছিল। অভিযোগ, সেই সময়ই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ওই যুবক তার শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে নির্যাতিতা তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা পরিবারের লোকদের নিয়ে অভিযুক্ত তারক সাহার (৪০) বাড়িতে গিয়ে চড়াও হয়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিস। পুলিসকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তার মাঝেই অভিযুক্তকে উদ্ধার করে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তদন্ত শুরু হয়েছে।