ফের সরকারি কর্মচারী ও পুলিশ প্রশাসন কর্মীদের নিরপেক্ষ থাকার পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ এক টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন যে কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য স্থানীয় প্রশাসনের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলিকে। তবে এরই মধ্যে চিন্তাজনক খবর আসছে। রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত হয়ে জেলা শাসক ও পুলিশ সুপাররা রাজনৈতিক দলকে কর্মসূচির জন্যে অনুমতি দিচ্ছে না।’ এরপর অপর একটি টুইটে রাজ্যপাল আরও লেখেন, ‘যেভাবে রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত হয়ে পুলিশ কাজ করছে, তা চিন্তার। সরকারি কর্মচারীরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন। যা উচিত নয়। আপনারা সরকারি কর্মীরা সরকারি চেয়ারে বসে রাজনৈতিকভাবে যদি নিরপেক্ষ না থাকেন, তবে আপনাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে।’