জেলা

‘বিজেপির হাত শক্ত করছে ওয়েইসি’! ক্ষোভে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বীরভূমের মিমের মূল সংগঠক সহ ৬ হাজার কর্মী-সমর্থক

মিম থেকেও ৬ হাজার কর্মী সমর্থক-সহ বেরিয়ে এসে তৃণমূলে যোগদান করলেন বীরভূম জেলার মিমের মূল সংগঠক সোয়েব আক্তার। এদিন মুরারইয়ে আনুষ্ঠানিকভাবে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ, জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। তৃণমূলে যোগ দিয়ে সোয়েব বলেন, “বিহারের নির্বাচন আমাদের চোখ খুলে দিয়েছে। মিম পার্টি সংখ্যালঘু মানুষদের কাজে লাগিয়ে বিজেপির হাত শক্ত করার ষড়যন্ত্র করছে।” মুরারইয়ের ভাদীশ্বরে যোগদান কর্মসূচিতে সোয়েব সাহেব বলেন, মিমের হাত ধরে পিছিয়ে পড়া মুসলিম মানুষদের সঙ্গে নিয়ে সংগঠন তৈরি করছিলাম। কিন্তু, বিহারের নির্বাচন আমাদের চোখ খুলে দিয়েছে। সম্প্রতি উপলব্ধি করলাম, এতে সংখ্যালঘু মানুষের লাভ নয়, ক্ষতিটাই বেশি হচ্ছে। আমরা যে পথে চলছি, সেটা একেবারেই সঠিক পথ নয়। তারপরই পথ পরিবর্তনের চিন্তাভাবনা করি।

https://www.facebook.com/673620616421106/posts/1136622813454215/