জেলা

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ কয়েকদিন আগেই চন্দননগরের কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ এ দিন পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই শাসক দলে যোগ দেন তিনি৷ নির্দিষ্ট সময়ের কয়েক দিন আগেই হুমায়ুন কবীর স্বেচ্ছাবসর নেওয়ায় তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ এ দিন তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন এই আইপিএস অফিসার বলেন, ‘অনেক দিন ধরে মানুষের দুঃখ, বিপর্যয়ের সময় কীভাবে ঝাঁপিয়ে পড়েন মুখ্যমন্ত্রী৷ তাঁর অনুপ্রেরণায় আমি মুগ্ধ৷ বন্যা, মহামারি, আমফানের সময়ও দেখেছি তিনি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন৷৷’ বিজেপি-কে ‘বাইরের দল’ বলেও কটাক্ষ করেন তিনি৷ হুমায়ুন কবীর বলেন , ‘একটা বাইরের দল এসে বাংলার মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করার চেষ্টা করছে৷ কিন্তু বাংলার মানুষ সেই চেষ্টা রুখে দেবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের মুখ্যমন্ত্রী হবেন৷’