মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিনই বিজেপির দুই বিধায়ককে রাজ্যের তরফে নিরাপত্তা দেওয়া হল। যদিও সেই নিরাপত্তা গ্রহন করলেন না নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিজেপির এই দুই বিধায়কের যাওয়া নিয়ে দলবদলের জল্পনা শুরু হয়। যদিও দলবদলের তত্ত্বকে খারিজ করে দেন সুনীল-বিশ্বজিত দুজনেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুনীল-বিশ্বজিতের সাক্ষাতের ঘটনায় স্বভাবতই অস্বস্তি বাড়ে বিজেপিতে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়কদের নিয়ে তড়িঘড়ি হেস্টিংসে বিজেপি দফতরে বৈঠকে বসেন বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। বৈঠকের পর দুই বিধায়ক আপাতত বিজেপিতেই রয়েছেন জানান বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত তৃণমূল ত্যাগী বিজেপির দুই বিধায়ক সুনীল সিং এবং বিশ্বজিত দাস দুজনেই কেন্দ্রের তরফে নিরাপত্তা পান। নতুন করে তাই রাজ্যের দেওয়া নিরাপত্তা আপাতত ফিরিয়ে দিলেন বিজেপির দুই বিধায়কই।