দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশজুড়ে মার্চে ২ দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কা। একের পর এক সরকারি সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। ব্যাংক গুলিকেও বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছেন ব্যাংক কর্মচারীরা। আগামী ১৫ ও ১৬ মার্চ গোটা দেশে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তার আগে অবশ্য ১৩ ও ১৪ তারিখ বন্ধ থাকছে ব্যাংক। কারণ ১৩ তারিখ মার্চের দ্বিতীয় শনিবার। ওই দিন বন্ধ থাকছে ব্যাংক। পাশাপাশি ১৪ তারিখ রবিবার। স্বাভাবিকভাবেই ওই দিনও বন্ধ থাকবে ব্যাংক ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, ”ব্যাংক গুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।” এই ধর্মঘটের জেরে অস্বস্তিতে মোদি সরকার।