প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ গোয়ালতোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা উলটে গিয়ে খেয়ে পাশের ধানের জমিতে পড়ল যাত্রীবাহী বাস। তার ফলে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তবে কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ খাতড়া- চন্দ্রকোনা রোড রুটের রাখালসখা নামের একটি বাস খাতড়া থেকে চন্দ্রকোনা রোড়ের দিকে যাচ্ছিল। বাসের গতি বেশ দ্রুত ছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময় গোয়ালতোড়ের পাটাশোলে রাস্তার উপর থাকা একটি গর্তে বাসের চাকা পড়তেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে রাস্তা থেকে পাল্টি খেয়ে পাশেই প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে উলটে যায় বাসটি।