দেশ

আইএনএস বিরাটের ভেঙে ফেলার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

ভারতীয় নৌবাহিনীর সাবেক যুদ্ধজাহাজ আইএনএস বিরাটের ভেঙে ফেলার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সরকারের থেকে জাহাজ কিনে নেওয়া সংস্থাটিকেও নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই আদেশটি একটি সংগঠনের আবেদনের ভিত্তিতে এসেছে। যারা ১০০ কোটি টাকায় ডিকমিশনড এই যুদ্ধজাহাজ কিনে মিউজিয়ামে রূপান্তরিত করার প্রস্তাব দিয়েছিল। বিরাটকে ভেঙে ফেলে বিক্রির নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল ‘এনভাইটেক মেরিন কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড’ নামের ওই সংস্থা। এর আগে বিরাটকে কেনার জন্য প্রতিরক্ষামন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল তারা। যদিও সেই আরজি খারিজ করে দেওয়া হয়। যদিও জানা যাচ্ছে, যুদ্ধজাহাজের একটি বড় অংশই ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। যে ছবি সামনে এসেছে তাতে দেখা গেছে ডেকের বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে। এনভাইটেক মেরিন কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড যুদ্ধ জিবাজটি কিনে তা মিউজিয়ামে রুপান্তরিত করে গোয়া উপকূলে পার্কিং করার পরিকল্পনা করেছিল। এই বিষয়ে তারা গোয়া সরকারের সহযোগিতায়ও চেয়েছে।