কর্মসংস্থান ও শিল্পের দাবিতে এবং রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে নবান্ন অভিযান কর্মসূচি ছিল ১০টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠন । ধর্মতলায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীরা। পুলিশ পালটা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং জল কামান চালায়। এরপরেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে।বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব সমর্থক আহত হন। এরই প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বাম সংগঠনগুলি । নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ তুলে মৌলালিতে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র যুব সংগঠনগুলি । তাঁদের সঙ্গে দেখা করতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী । সুজন চক্রবর্তী জানান, নবান্ন অভিযানে ছাত্র যুবদের উপর পুলিশ অকথ্যভাবে নির্যাতন করেছে । অন্তত ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানান তিনি । এরই প্রতিবাদে আগামীকাল ১২ঘণ্টার বন্ধের ডাক দেয় সিপিএমসহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলি ।