কলকাতা

মে মাসের পর অমিত শাহকেই ‘মা-মাটি-মানুষ’-এর জয় বলতে হবে, পাল্টা কটাক্ষ ব্রাত্য বসুর

কলকাতাঃ মে মাসের পর অমিত শাহকেই ‘মা-মাটি-মানুষ’-এর জয় বলতে হবে। বাংলা তো উনি ভাল জানেন না এবার ভাল করে শিখবেন।’ এভাবেই অমিত শাহকে পাল্টা আক্রমণে বিঁধলেন মন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য কোচবিহারে পরিবর্তন যাত্রা সূচনার অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন, ভোট শেষ হতে হতে জয় শ্রীরাম স্লোগান দেবেন মমতা-দিদি। তারই পাল্টা জবাব দিলেন ব্রাত্য বসু। এদিন অমিত শাহের বক্তব্যের পাল্টা দেন ব্রাত্য। তিনি বলেন, ‘এবার বাংলার মানুষ বিজেপিকে বোঝাবে মা-মাটি-মানুষের জয় কীভাবে হয়। রামের নাম নিয়ে বিজেপি বিভেদের রাজনীতি করছে উগ্র-ধর্মান্ধতা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। রামের নাম করে ধর্মে উগ্রতা ছড়িয়ে দিচ্ছেন মোদি শাহরা।’ যে নারায়ণী সেনার নাম শাহ করলেন তার আসল ইতিহাসই তিনি জানেন না বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। অমিত শাহ এবং বিজেপি রাজবংশীদের ইতিহাসের কিছু জানেন না বলে দাবি করেছেন ব্রাত্য বসু। তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই রাজবংশীদের দেবতা ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ তৈরি করে দিয়েছে। নারায়ণী সেনাকে রাজ্য পুলিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজবংশীদের জন্য ২০০টি স্কুল তৈরি করে দিয়েছে মমতা সরকার। এর থেকে বেশি উন্নয়ন কোনও সরকার করতে পারবে না বলে দাবি করেন ব্রাত্য বসু।