দেশ

টানা ৫ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

টানা ৫ দিন ধরে দাম বাড়ল পেট্রোল–ডিজেলের। শনিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৭ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল লিটারে ৮৯ টাকা ৭৩ পয়সা। ডিজেলের দাম হল লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা। দিল্লিতেও লিটার প্রতি পেট্রোলে ৩০ পয়সা বেড়ে দাঁড়াল ৮৮.৪৪ টাকা, ডিজেল ৭৮.৭৪ টাকা। মুম্বইয়ে পেট্রোল ৯৪.৯৩ টাকা, ডিজেল ৮৫.৭০ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ৯০.৭০ টাকা, ডিজেল ৮৩.৮৬ টাকা।  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে ঠিক হয় দেশের বাজারে তেলের দাম। সম্প্রতি বিদেশে বাজারেও ব্যারেল প্রতি দাম বেড়েছে। যার জেরেও এই বৃদ্ধি। কর পার্থক্যের কারণেই দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম ভিন্ন হয়ে থাকে। পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বুধবার সংসদে এই প্রসঙ্গটি তোলেন বিরোধীরা। প্রশ্ন তোলে তৃণমূল। সাফাই দেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের শাসক দলও অস্বস্তিতে, সম্প্রতি তার প্রমাণ মেলে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর গলায়।