দেশ

সেনাবাহিনীকে ১১৮টি অর্জুন ট্যাংক দেওয়া হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১১৮ টি অর্জুন ট্যাংক সেনাবাহিনীর হাতে তুলে দিতে চলেছেন প্রধানমন্ত্রী। রবিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীর হাতে ট্যাংকগুলি তুলে দেবেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি অর্জুন মার্ক ১-‌এ ট্যাংকগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট আশাবাদী।  ভবিষ্যতে বায়ুসেনা ও নৌসেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ছাড়াও মিসাইলও তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বিমানবন্দর ধ্বংস করার জন্য তৈরি অস্ত্র, অত্যাধুনিক কামান ও যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাও নেওয়া হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তরফে। সেনাবাহিনীর হাতে অর্জুন ট্যাংক তুলে দেওয়ার বিষয়টি ভারতীয় জওয়ানদের মনোবল বাড়াতে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে প্রাক্তন সেনা আধিকারিকরাও।