কলকাতা পুজো

আজ সরস্বতী পুজো উপলক্ষে কম মেট্রো চলবে

আজ সরস্বতী পুজো উপলক্ষে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিছু কম মেট্রো চলবে। এই মুহূর্তে সপ্তাহের কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে ২৪০টি মেট্রো চলে। কিন্তু আজ কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত সারাদিনে ২১৬টি মেট্রো চলাচল করবে। সপ্তাহের অন্যান্য দিনগুলি দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকে ছয় থেকে সাত মিনিট। ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়ায় সময়ের ব্যবধান বেড়ে হবে ১২ থেকে ১৫ মিনিট। তবে দিনের প্রথম এবং সর্বশেষ মেট্রো নির্দিষ্ট সময়েই ছাড়বে। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে সকাল সাতটায় প্রথম মেট্রো ছাড়বে। রাত সাড়ে ৯টায় দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছেড়ে যাবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা আবহে যাত্রীদের স্মার্ট কার্ড বাধ্যতামূলক। তাই কোনও স্টেশন থেকে টোকেন ইস্যু করা হবে না। উল্লেখ্য, আগের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা বাড়লেও তা প্রত্যাশা ছোঁয়নি। করোনার আগে কাজের দিনে গড়ে সাড়ে ছ’লাখ যাত্রী চলাচল করত। কিন্তু, গত শুক্রবার কলকাতার ‘লাইফ লাইনে’ মোট যাত্রীসংখ্যা ছিল মাত্র ২ লাখ ১০ হাজার।