আজ সকালে গড়ফা থানার ঢিল ছোড়া দূরত্বে রান্না করার সময় লেগে যায় আগুন। অগ্নিদগ্ধ হন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, থানার কাছে ওই ঝুপড়িতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার দীর্ঘদিন ধরে মজুত করা হয়েছিল। সেখান থেকে সিলিন্ডার বিক্রিও করা হত বলে অভিযোগ। সকালে রান্না করার সময় আগুন লাগে। প্রাণভয়ে পাশের খালে ঝাঁপ দেন ঝুপড়ির এক বাসিন্দা। আরেকজন শৌচাগারের ছাউনি ভেঙে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারাই গ্যাস সিলিন্ডারগুলি বের করে খালের জলে ফেলে দেন। কীভাবে থানার ঢিল ছোড়া দূরত্বে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত চলছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।