অব্যাহত পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি। এই নিয়ে লাগাতার ৯দিন বাড়ল জ্বালানির দাম। বুধবার পেট্রলে লিটার পিছু বাড়ল ২৩-২৫ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে বৃদ্ধি পেল ২৪-২৬ পয়সা। কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু-সহ সব শহরেই কম-বেশি বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। তবে মুম্বইয়ে মধ্যবিত্তদের মাথায় হাত। কারণ বাণিজ্যনগরীতে প্রথমবার পেট্রলের দাম হল ৯৬ টাকা। টানা ৯দিন মূল্যবৃদ্ধির জেরে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে পেট্রল এবং ডিজেলের দাম। কলকাতায় বর্তমানে লিটারপিছু পেট্রলের দাম ৯০.৫৪ টাকা থেকে বেড়ে হল ৯০.৭৮ টাকা। ৮৩.২৯ টাকা থেকে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়ে পৌঁছল ৮৩.৫৪ টাকায়। রাজধানী দিল্লিতে বুধবার থেকে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৯.৫৪ টাকা (২৫ পয়সা বৃদ্ধি) এবং ৮৯.৯৫ টাকা। করুণ পরিস্থিতি মুম্বইবাসীর। এখন থেকে ৯৬ টাকায় সেখানে মিলবে এক লিটার পেট্রল। শীঘ্রই দাম আরও বাড়লেও অবাক হওয়ার কিছু নেই। মুম্বইয়ে ডিজেলের দাম ২৬ পয়সা বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা।