গুরুত্ব বাড়ল জিতেন্দ্র তিওয়ারি। নয়া দায়িত্ব নিয়ে তৃণমূলে ফের গুরুত্ব ফিরে পেলেন জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে দলের জাতীয় মুখপাত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ২মাস ধরে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনা তৈরি হলেও আপাতত তৃণমূলেই নতুন দায়িত্ব নিয়ে দলের কাজে নামতে চলেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘দলের তরফে তাঁকে এই নতুন দায়িত্ব দেওয়ায় তিনি কৃতঞ্জ দলনেত্রীর কাছে। দলনেত্রী তাঁর উপর ভরসা রেখে যে নতুন দায়িত্ব দিয়েছেন তা অবশ্যই যথাযথ পালন করে সংগঠনকে শক্তিশালী করে তুলব।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েকদিন ধরে জাতীয় স্তরের একাধিক টেলিভিশন চ্যানেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারিকে রাজনৈতিক বিতর্কে অংশ নিতে দেখা যাচ্ছিল। সেই বিষয় থেকেই হয়ত তাঁকে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হল। একুশের ভোটের আগে আসানসোলের মত এলাকায় হিন্দি ভাষীদের ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে জিতেন্দ্রকে বড় দায়িত্ব দেওয়া হল।