জেলা

হুগলিতে মোদির পাল্টা সভা মমতার

এবার রাজ্য বিধানসভা নির্বাচনে মাঠে নামছে তৃণমূল আর বিজেপি। মূলত বাংলার ভোটযুদ্ধ এই দুই শক্তিকে কেন্দ্র করেই এবার আবর্তিত হতে চলেছে। একদিকে তৃণমূল যখন ক্ষমতা ধরে রাখার লড়াই করবে তখন বিজেপি লড়াই চালাবে তৃণমূলের হাত থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নিতে। এই রকম অবস্থায় ভোট ঘোষণার আগে সম্ভবত শেষবারের মতো বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি হুগলিতে তিনি একটি জনসভাও করবেন। সেই সভার ৪৮ ঘন্টার মধ্যেই ওই একই মাঠে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তাটা কিন্তু পরিষ্কার, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। কিছুদিন আগেই বাংলায় এসে হলদিয়ায় জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার তিনি এসে সভা করতে চলেছেন হুগলিতে। আগামী ২২ ফেব্রুয়ারি রয়েছে সেই সভা। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির হয়েই কার্যত সেই সভা থেকে প্রচার করবেন প্রধানমন্ত্রী। গত লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। সেখান থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তাই এবারে রাজ্য বিজেপি নেতৃত্ব হুগলি শিল্পাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকা থেকেও ভাল করতে চাইছে। তার জন্যই শিল্প ও গ্রামীণ এলাকার মানুষকে বার্তা দিতেই প্রধানমন্ত্রীকে এনে চুঁচুড়ার কাছে ডানলপের কারখানা এলাকা সাহাগঞ্জে জনসভা করাচ্ছে বিজেপি। আর সেই সভা করার ৪৮ ঘন্টার মাথায় ওই একই মাঠে সভা করতে চলেছেন তৃণমূলসুপ্রিমো। ভুললে চলবে না এই হুগলিতেই রয়েছে সেই সিঙ্গুর যেখানকার আন্দোলন তৃণমূলনেত্রীকে বাংলার মসনদে পৌঁছে দিয়েছে। তাই মোদি সভা করে গেছেন বলে মমতা তাঁকে জমি ছেড়ে দেবেন সে কথা না ভাবাই ভালো। কার্যত পাল্টা সভার মধ্যে দিয়ে এটা পরিষ্কার মোদিকেই কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন মমতা। প্রধানমন্ত্রী বাংলায় এসে ওই জনসভা থেকে যা যা বলে যাবেন, তার পাল্টা উত্তর ‘দিদি’ দেবেন সেই মাঠে দাঁড়িয়েই। নানা সমীক্ষা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে বাংলার মসনদে ফের ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে বেশ বড় সংখ্যায় আসন পেতে চলেছে বিজেপি। যদিও সেই সব সমীক্ষার দাবি যে মিটবেই এমন কথা যেমন জোর দিয়ে বলা যাচ্ছে না তেমনি সেই সব সমীক্ষাকে রাজনোইতিক নেতানেত্রীরা খুব একটা কেউ গুরুত্বও দিতে চাইছেন না। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন ২২১ এর বেশি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল।