কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে। বিশেষ মর্যাদা রদ করার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ২ দিনের সফরে বুধবার শ্রীনগর এসে পৌঁছেছেন ২০ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। শ্রীনগরে নামার পরই প্রথমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বদগাওঁয়ের মগাম এলাকা পরিদর্শনে যায়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে জম্মু যাবেন। সেখানে জেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নাজির খান এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে দেখা করেন ইউরোপীয় প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন সরকারি প্রকল্প ও তাদের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফর ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কাশ্মীরকে। এই সফরের প্রতিবাদে শ্রীনগরে ধর্মঘটও ডাকা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে, ভারত সরকারের দাবি মতো ৩৭০ ধারা রদ হওয়ার পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যে অনেকটাই স্বাভাবিক হয়েছে, সেই চিত্রটা খতিয়ে দেখার জন্যই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর।