বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে মুম্বইয়ের হীরানন্দানি গোষ্ঠী। হুগলির উত্তরপাড়া এলাকায় দুটি প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে, ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে ওই গোষ্ঠী। গোটা প্রকল্পের জন্য ১০০ একর জমি নেওয়া হবে। গড়ে তোলা হবে উন্নত মানের শিল্প ও তথ্যকেন্দ্র পার্ক, কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়েছেন, রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডেটা সেন্টার তৈরি করবে হিরানন্দানি গ্রুপ। দুই প্রকল্প থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের কথা বলেছেন তিনি। হিন্দমোটর এলাকায় লজিস্টিকস পরিকাঠামো গড়ে তুলবে হীরানন্দানি গোষ্ঠীর সংস্থা ‘গ্রিনবেস’। সেখানে পণ্য মজুতকরণের ব্যবস্থা গড়ে তোলা হবে। ৩০ লক্ষ বর্গফুট এলাকায় ওই পরিকাঠামো তৈরি করবে ‘গ্রিনবেস’। অন্যদিকে তথ্যকেন্দ্র পার্ক গড়ে তুলবে হীরানন্দানি গোষ্ঠীর আরেকটি সংস্থা ‘ইয়ট্টা’। হীরানন্দানি গোষ্ঠীর সিইও দর্শন হীরানন্দানি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা ছাড়া এই প্রকল্প সম্ভব হত না। পূর্বাঞ্চলের দরজা পশ্চিমবঙ্গ। যে যে জায়গাটিকে বাছা হয়েছে, তার সঙ্গে রেল, রাস্তা এবং নদীপথের যোগাযোগ আছে। কলকাতা শহরে তথ্যকেন্দ্র গড়ে তুললে তা শুধু এখানকার মানুষদেরই পরিষেবা দেবে না, গোটা পূর্বভারতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিতেও পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’