খেলা

আইপিএল নিলাম ২০২১

নিলামে তোলার জন্য মোট ২৯২ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই তালিকায় অল রাউন্ডার বিভাগে জায়গা করে নিয়েছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরও। এছাড়াও স্টিভ স্মিথ, হরভজন সিং সহ রয়েছে আরও বেশ কয়েকটি বড় বড় নাম। আইপিএল নিলামে অংশ নেওয়ার আর্জি জানিয়ে নাম নথিভুক্ত করেছিলেন ১,১১৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকে ২৯২ জনকে শর্টলিস্ট করে ফ্র্যাঞ্চাইজিগুলি। মোট ১০ জন ক্রিকেটারের ২ কোটি টাকার সর্বাধিক বেস প্রাইস রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন অফ স্পিনার হরভজন সিং ও মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব। ভারতের টেস্ট স্পেশ্যালিস্ট চেতেশ্বর পূজারাও আইপিএল নিলামের জন্য তালিকাভুক্ত হয়েছেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৬.২৫ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনে নিল রাজস্থান রয়্যালস। গত বছর অজি পেসার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড ভেঙে শিল্পা শেঠির টিম। এ বছর যাঁদের নিয়ে নিলামে দর কষাকষি হওয়ার সম্ভাবনা ছিল, মরিস তাদেরই একজন। গত বছর তাঁকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯টি ম্যাচ খেলে মাত্র ৩৪ রান এবং ১২টা উইকেট নিয়েছিলেন তিনি। সফল না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর

দক্ষতা এবং অভিজ্ঞতা দাম বাড়াবে, তা প্রত্যাশিত ছিলই। কিন্তু তিনিই এ বছরের আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হয়ে উঠবেন, কেউ ভাবেনি। ২০১২ সালেনিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ক্রিস মরিসের। সে ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে বুঝিয়ে দেন, এই ফর্ম্যাট তাঁর জন্য আদর্শ। ইয়র্কার, স্লোয়ার, বাউন্সার, বল হাতে সবরকম অস্ত্র আছে তাঁর। ব্যাট হাতেও ছক্কা হাঁকাতে ওস্তাদ। তবে ১৬.২৫ কোটি টাকা মূল্যের যোগ্য কিনা, সেটাই এবার দেখার। আগের আইপিলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন, তবু এবার ১৪.২৫ কোটি টাকা দর উঠল অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের। বিস্তর দড়ি টানাটানির পর তাঁকে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ এ বছর বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ম্যাড ম্যাক্সকে। ইতিমধ্যেই ট্রফি জেতার অঙ্গীকার করে টুইট করে দিয়েছেন তিনি।  অজি ক্রিকেটারটি লিখলেন, ‘এবারের আইপিলে আরসিবি দলে যোগ দিতে মুখিয়ে আছি। ট্রফি জিততে আমার যা আছে সব উজাড় করে দিতে তর সইছে না।’ বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনটাও ভালই পারেন ম্যাক্সওয়েল। ফিল্ডার হিসেবে তো বিশ্বের অন্যতম সেরা। তাঁকে দলে নিতে তাই নিলামে দর হাঁকে কেকেআর, সিএসকে এবং আরসিবি। অবশেষে বিরাট কোহলির দলই তাঁকে তুলে নেয়।

 আগের মরসুম শোচনীয় ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার শিকার হন ম্যাক্সওয়েল। বীরেন্দ্র শেহবাগ তো তাঁকে ‘চিয়ার লিডার’ বলে কটাক্ষ করেন। বীরু বলেন, আইপিএলে স্রেফ মজা, পার্টি করতে আসেন ম্যাক্সওয়েল। খেলায় বিন্দুমাত্র মন নেই। এই বক্তব্যের কয়েকদিন পর অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ধুন্ধুমার ব্যাটিং করেন ম্যাক্স। তাতেই তীর্যক মন্তব্য করেন বীরু। বলেন, দেশের হয়ে খেলতে না পারলে জায়গা হারাতে হবে। আর আইপিএলে তো সুযোগ না পেলেও অর্থপ্রাপ্তি নিশ্চিত, তাই দেশের জার্সি গায়ে মনোসংযোগ থাকে, আইপিলে নয়। যাই হোক, এবার ফের সুযোগ এসেছে ম্যাক্সওয়েলের। দামের প্রতি সুবিচার করতে পারেন কিনা সেটাই দেখার।  অন্যদিকে শাহরুখ খান এবার প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে। অভিনেতা কিং খান নন, ক্রিকেটার শাহরুখকে দলে নিয়ে প্রীতি জিন্টার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জার্সিতে নজর কেড়েছিলেন শাহরুখ খান। তবে সেই শাহরুখকে নিয়ে যে নিলামে কাড়াকাড়ি পড়ে যাবে, তা ভাবতে পারেননি অনামি ক্রিকেটার নিজেই। কেরালার ব্যাটসম্যানের জন্য প্রথমে লড়াই শুরু করেন দিল্লি ক্যাপিটালস। তারপরে সেই লড়াইয়ে যোগ দেয় আরসিবি।নিলামে অঙ্ক চড়তে চড়তে পৌঁছে যায় ২ কোটিতে। দিল্লি পিছিয়ে যাওয়ার পরেই ময়দানে অবতীর্ণ হয় পাঞ্জাব কিংস। তারপর বাকি দলের সঙ্গে লড়াই করতে করতে শাহরুখের দাম পৌঁছে গিয়েছে ৫.২৫ কোটিতে। ৫ কোটি শেষ বিড হাঁকে আরসিবি। তারপরে উইনিং বিড পাঞ্জাবের।

একনজরে দেখে নিন কোন ক্রিকেটারকে কোন দলে

  • অর্জুন তেন্ডুলকরকে ২০ লাখে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
  • আকাশ সিংকে ২০ লাখে কিনল রাজস্থান
  • পবন নেগীকে ২০ লাখে দলে নিল কেকেআর
  • ভেঙ্কটেশ আইয়ারকে কিনল কেকেআর
  • ২ কোটি টাকায় হরভজন সিংহকে কিনল কলকাতা নাইট রাইডার্স
  • কেদার যাদবকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস
  • করুণ নায়ারকে ৫০ লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স
  • ২০ লাখ টাকায় সৌরভ কুমারকে কিনল প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস
  • যুদ্ধবীর চড়ককে ২০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
  • মার্কো জেসনকে ২০ লাখ টাকায় কিনল মুম্বই।
  • কে ভগত বর্মাকে ২০ লাখ টাকায় কিনল সিএসকে
  • জিমি নিশামকে ৫০ লাখ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
  • কুলদীপ যাদবকে ২০ লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
  • ২০ লাখ টাকায় এম হরিশঙ্কর রেড্ডিকে নিল চেন্নাই সুপার কিংস
  • সুয়েশ প্রভুদেশাইকে ২০ লাখ টাকায় কিনল আরসিবি
  • লিয়াম লিভিংস্টোনকে ৭৫ লাখে কিনল রাজস্থান রয়্যালস
  • ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ৪ কোটি ৮০ লাখে কিনল আরসিবি
  • ফ্যাবিয়ান অ্যালেনকে ৭৫ লাখে কিনল পাঞ্জাব কিংস
  • ২০ লাখে বৈভব অরোরাকে কিনল কলকাতা নাইট রাইডার্স
  • ৩০ লাখে জালাজ সাক্সেনাকে কিনল পাঞ্জাব
  • ৪ কোটি ২০ লাখে মোয়েস হেনরিক্সকে কিনল পাঞ্জাব কিংস
  • টম কুরানকে ৫.২৫ কোটিতে কিনল দিল্লি ক্যাপিটালস
  • ১৫ কোটিতেে কাইল জেমিসনকে কিনল ব্যাঙ্গোলোর
  • ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই সুপার কিংস
  • দল পেলেন না ড্যারেন ব্র্যাভো
  • কে সি কারিয়াপ্পা ২০ লাখে কিনল রাজস্থান
  • ৩০ লাখে জে সুচিথকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ
  • ২০ লাখে এম সিদ্ধার্থকে কিনল দিল্লি
  • ৮ কোটিতে রিলে মেরিডিথকে কিনল পাঞ্জাব কিংস
  • ১ কোটি ৪০ লাখ টাকায় চেতন সাকারিয়াক কিনল রাজস্থান রয়্যালস
  • ২০ লাখে লুকমান মেরিওয়ালাকে কিনল দিল্লি
  • ২০ লাখে মহম্মদ আজহারউদ্দিনকে কিনল আরসিবি
  • ২০ লাখে শেলডন জ্যাকসনকে কিনল কেকেআর
  • ২০ লাখে দিল্লি ক্যাপিটালসে গেলেন বিষ্ণু বিনোদ
  • ৯.২৫ কোটিতে কে গৌতমকে কিনল চেন্নাই সুপার কিংস
  • শাহরুখ খানকে ৫.২৫ কোটিতে কিনল পাঞ্জাব কিংস
  • রিপাল প্যাটেলকে ২০ লাখে কিনল দিল্লি ক্যাপিটালস
  • রজত পাতিদারকে ২০ লাখে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • ২০ লাখে সচিন বেবিকে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • পীযূষ চাওলাকে ২.৪০ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
  • ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে ১ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
  • নাথান কুল্টার নাইলকে ৫ কোটি টাকায় কিনল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
  • পাঞ্জাব কিংস অস্ট্রেলিয়ার ঝায়ে রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় দলে নিল
  • ১ কোটি টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস
  • অ্যাডাম মিলনেকে নিয়ে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
  • অ্যালেক্স কেরি, স্যাম বিলিংস এবং কুসাল পেরেরা অবিক্রিত
  • ১.৫ কোটিতে পাঞ্জাব কিংসে দাউদ মালান
  • এখনও পর্যন্ত সর্বোচ্চ দর, ১৬.২৫ কোটিতে রাজস্থান রয়্যালসে ক্রিস মরিস
  • ৪.৪ কোটিতে শিবম দুবেকে কিনল রাজস্থান রয়্যালস
  • ইংল্যান্ডের স্পিনার মইন আলিকে ৭ কোটিতে কিনল চেন্নাই সুপার কিংস
  • ৩.২ কোটিতে শাকিব অল হাসানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স
  • কেদার যাদবকে কোনও দল কিনল না
  • ১৪.২৫ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গ্লেন ম্যাক্সওয়েল
  • ১ কোটির বেস প্রাইসে থাকা হনুমা বিহারিকে কিনল না কোনও দল
  • ১ কোটির বেস প্রাইসে থাকা ্অ্যারন ফিঞ্চকে কিনল না কোনও দল
  • এভিন লুইসকে কিনল না কোনও দল
  • ২ কোটি ২০ লাখে দিল্লি ক্যাপিটালসে স্টিভ স্মিথ
  • ২ কোটির বেস প্রাইসে থাকা জেসন রয়কে কিনল না কোনও দল
  • দেড় কোটির বেস প্রাইসে থাকা অ্যালেক্স হেলসকে কিনল না কোনও দল
  • ৫০ লাখের বেস প্রাইসে থাকা করুণ নায়ারক কোনও দল কিনল না
  • আইপিএল ২০২১-র টাইটেল স্পনসর হল ভিভো