আগামী সোমবার ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবান্নে এই বার্তা এসে পৌঁছেছে। জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলের উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হচ্ছে। ওইদিন প্রধানমন্ত্রীর দক্ষিণেশ্বর মেট্রোরেলের উদ্বোধনের পর হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানার সামনে সভা করবেন। তার একদিন পরেই সেই স্থানেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ৭ মার্চ ফের বঙ্গ সফরে আসবেন মোদি। সেদিন ব্রিগেডে সভা করারও কথা রয়েছে তাঁর। মার্চের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডে সমাবেশ করবেন। রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, ৭ মার্চ রবিবার হতে চলেছে মোদির ব্রিগেড সমাবেশ। যদিও ব্রিগেড সমাবেশের আগে আরও দু’বার বঙ্গ সফরে আসতে পারেন মোদি। রাজ্য বিজেপি-র ৫টি ‘পরিবর্তন যাত্রা’-র শেষে মার্চের প্রথম সপ্তাহে মোদির উপস্থিতিতে বিজেপির ব্রিগেড সমাবেশের কথা আগেই জানা গিয়েছিল। সেই সভাই আপাতত হতে চলেছে ৭ মার্চ। সংসদে অধিবেশন শুরু হচ্ছে ৮ মার্চ। তার আগের দিনই রাজ্যে আসার কথা মোদির। বাংলা দখলের লক্ষ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যে মরিয়া তা ইতিমধ্যেই স্পষ্ট।