জেলা

মৃত বাম কর্মী মৈদুলের স্ত্রীকে হোমগার্ডের চাকরী দিল রাজ্য সরকার

আজ হোম গার্ড পদের  নিয়োগপত্র তুলে দেওয়া হল কোতুলপুরের চোরকোলা গ্রামের মৃত বাম যুব কর্মী মৈদুল ইসলাম মিদ্যার স্ত্রীর আলিয়া বেগমের হাতে। সম্প্রতি বাম দলের নবান্ন ঘেরাও অভিযানে অংশ নিয়ে মারা যান মৈদুল। অভিযোগ ওঠে পুলিশের লাঠির আঘাতেই কিডনি বিকল হয়ে মারা যান মৈদুল। যদিও মৈদুলের মৃত্যুর খবর পেয়ে  রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত বাম যুব কর্মীর স্ত্রীকে সরকারী কাজের প্রতিশ্রুতি  দিয়েছিলেন। এই মর্মে তিনি বাম নেতা ও বিধায়ক সুজন চক্রবর্তীকে ফোন করেও সহায়তার আশ্বাস দেন।  সেই প্রতিশ্রুতি মেনেই এদিন দেওয়া হল সরকারী কাজের নিয়োগপত্র। এদিন বিকেল প্রায় ৫টা নাগাদ রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা,  বাঁকুড়ার জেলাশাসক, পুলিশ সুপার চোরকোলা গ্রামে এসে মৃত মৈদুলের স্ত্রীর হাতে তুলে দিলেন চাকরীর নিয়োগপত্র।  আজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।  তাঁকে কোতুলপুর থানার পোস্টিং দেওয়া হয়েছে। এই চাকরির পেয়ে খুশি পরিবার।