দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠিতে কেন্দ্রকে বিঁধে সোনিয়া বলেন, আমজনতার কষ্টের টাকা থেকে লাভ করতে চাইছে সরকার। আন্তর্জাতিক বাজারে খুব বেশি দাম বাড়েনি। তা সত্ত্বেও দেশের বাজারে কেন দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের! সেই প্রশ্ন তুলে চিঠিতে তিনি লেখেন, ‘দেশে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে জ্বালানির দাম। শুধু তাই নয়, দেশের কিছু শহরে তো পেট্রোলের দাম একশ’র গণ্ডি ছাড়িয়েছে। ডিজেলের দাম বৃদ্ধি লক্ষ লক্ষ কৃষকের দুর্দশা আরও বাড়াবে।’ সোনিয়া বলেন, ‘আপনার সরকার লিটার পেট্রোলের ওপর ৩৩ টাকা আর ডিজেলের ওপর ৩২ টাকা শুল্ক চাপায়। যা কিনা মূল দামের থেকেও বেশি। সরকারি অব্যবস্থা ঢাকতে এটা একধরনের জুলুমই বটে।’ শুল্ক কমানোর দাবি জানিয়ে চিঠিতে তিনি লেখেন, ‘অর্থনৈতিক মন্দার কারণে বহু মানুষ রুজিরুটি হারিয়েছেন। বেতন কমেছে আমজনতার। এই পরিস্থিতিতে এমন কিছু পদক্ষেপ করুন যাতে গরিব, মধ্যবিত্তের সুবিধা হয়।’