আজ ২৪ ঘণ্টার ধর্মঘটে শামিল হচ্ছেন ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের একটি অংশ। ফলে পথে হলুদ ট্যাক্সি ও অ্যাপ-ক্যাবের সংখ্যা কম থাকবে বলে আশঙ্কা। দুপুরের দিকে অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সিচালক সংগঠনের প্রতিনিধিরা আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়ায় যাত্রী-দুর্ভোগ বাড়তে পারে। বাম সংগঠন ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির অভিযোগ, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সঙ্কটে পড়েছেন ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকেরা। লিটার প্রতি দাম ৮৪ টাকা হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা প্রায় অসম্ভব। অথচ ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে রাজ্য সরকারকে একাধিক বার চিঠি দিলেও কোনও সাড়া মেলেনি। তাই ধর্মঘটের পথে যেতে হয়েছে বলে দাবি এআইটিইউসি অনুমোদিত ওই সংগঠনের।