দেশ

উত্তরাখণ্ডে নিখোঁজ ১৩৬ জনকে মৃত বলে ঘোষণা করলো সরকার

আর বেঁচে থাকার সম্ভাবনা নেই, শেষ চেষ্টাতেও অপারগ। ১৩৬ জন এখনও নিঁখোজ। কিন্তু, চাই চাই কাদার মধ্যে তাদের বেঁচে থাকা আর সম্ভব নয়। উত্তরাখণ্ড চামোলি বিপর্যয়ে নিখোঁজদের মৃত ঘোষণা করল সরকার। উল্লেখ্য, উত্তরাখণ্ডের চামোলি জেলায় আচমকা বরফ ধস হয় । তার জেরে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা নদীর জলস্তর বেড়ে যায়। নিখোঁজ হন প্রায় ২০০ জন। ৬০ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে ১৩৬ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। তাঁদের এবার মৃত ঘোষণা করা হবে বলে জানাল প্রশাসন। এই ঘটনায় চামোলি জেলার পাঁচটি সেতু জলস্রোতে ভেসে গেছে। ঋষিগঙ্গা জলবিদ্যুত্‍ প্রকল্প নিশ্চিহ্ন। বিপুল ক্ষতি হয়েছে তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুত্‍ কেন্দ্রের। ওই টানেলে আটকে ছিলেন অন্তত ৩৬ জন শ্রমিক। কয়েক জনের দেহ উদ্ধার হলেও খোঁজ মেলেনি বেশিরভাগের। এখনও যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে আইটিবিপি, সেনা, বায়ুসেনা, নৌসেনা। তবে কারও বেঁচে থাকার আশা নেই উদ্ধারকারীদের। তাই বিপর্যয়ে নিখোঁজদের মৃত ঘোষণা করল সরকার।