আগামী ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে৷ এ দিন এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, শুধু ৬০-এর উপরে বয়স এমন নাগরিকরাই নন, ৪৫ বছরের ঊর্ধ্বে বয়স কিন্তু কো-মর্বিডিটি রয়েছে, এমন নাগরিকদেরও একই সঙ্গে টিকাকরণের কাজ শুরু হচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গোটা দেশের প্রায় ১০ হাজার সরকারি কেন্দ্র এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্র থেকে টিকাকরণের কাজ চলবে৷ এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রী জানিয়য়েছেন, সরকারি কেন্দ্রগুলি থেকে বিনামূল্যেই ভ্যাকসিন মিলবে৷ কিন্তু বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিতে গেলে টাকা লাগবে৷ বেসরকারি কেন্দ্র থেকে ভ্য়াকসিন নিলে কত খরচ পড়বে, তা তিন- চার দিনের মধ্য়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী৷