করোনা সংক্রমণ ঠেকাতে এ বার মহারাষ্ট্র সহ চার রাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোভিড রিপোর্ট দেখানো চালু করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নবান্ন থেকে এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরল, কর্নাটক এবং তেলঙ্গানা থেকে এ রাজ্যে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার পরে যে যাত্রীরা আসবেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে বাধ্যতামূলক ভাবে কোভিড নেগেটিভ (আরটি-পিসিআর) রিপোর্ট থাকতে হবে। বিমানযাত্রীদের ক্ষেত্রে উড়ানের ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করাতে হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এর আগে গত বছরের অগস্টে আনলক পর্বে ভিনরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য সোয়াব পরীক্ষার (আরটি-পিসিআর) নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার।